Category:বয়স যখন ৮-১২: ধর্মীয় বই
বাহ্, কী সুন্দর এই পৃথিবী! সাগর, পাহাড়, নদী আর গাছপালায় ঘেরা। আরো রয়েছে মাথার উপর বিশাল এক আকাশ। সবকিছু মিলিয়ে অপরূপ সুন্দর এই পৃথিবী! এত সুন্দর পৃথিবীটাকে কে বানিয়েছেন বলতে পারো? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। এত সুন্দর পৃথিবীকে মহান আল্লাহ তায়ালা বানিয়েছেন। এই মহান আল্লাহ তায়ালাই আমাদের রব।
হ্যাঁ বন্ধুরা, মহান আল্লাহ তায়ালাই আমাদের রব। রব মানে কী বলো তো? শোনো, রব মানেÑসৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আল্লাহ তায়ালার ইচ্ছায়। আমরা যে মজার মজার খাবার খাচ্ছি, ভালো ভালো কাপড় পরছি, সেসব আল্লাহর কাছ থেকে আসে। এগুলোকে রিযিক বলে। তাই যখনই আমরা কোনো খাবার খাব বা সুন্দর কাপড় পরব, তখন আল্হামদুলিল্লাহ বলব। আলহামদুলিল্লাহ অর্থ হলোÑ‘সব প্রশংসা আল্লাহর জন্য’। আলহামদুলিল্লাহ বললে মহান আল্লাহ আমাদের নেয়ামত বাড়িয়ে দিবেন। আমরা যা কিছু ভালো ভালো খাই, পরি আর ভালো ভালো যা কিছু দেখি, সবই আল্লাহর নেয়ামত।
Report incorrect information