মন পড়ে থাকে তাঁর শাপলা-শালুক, দোয়েল-কোয়েল আর ধানের গোছার দেশে। সুদূরে থেকেও কবি মেরী হাওলাদার দেশের জন্য এখনো নিজের মনখাতায় সাহিত্যচর্চা ধারণ করে যাচ্ছেন। নগরের কৃত্রিম ঢেউয়ের উল্লাসে তিনি মাতেননি। কবির মননে ও মগজে সদা জেগে থাকে দেশ, সংসার ও সমাজ সচেতনতা। তাঁর কবিতায় এসেছে--দেশ, প্রকৃতি, প্রেম ও স্মৃতির কথামালা। এসব নিয়েই কবিতা লিখে চলেছেন কবি মেরী হাওলাদার। অভিজ্ঞতায় নতুন মনে হলেও তিনি কবিতা বুনন করেছেন বেশ ঋদ্ধ হৃদয়ে। তাঁর কবিতা পাঠে, পাঠক ভিন্নমাত্রার কিছু কবিতা পাবেন। যেন মনে হবে, পাঠক সে সব কবিতার জন্যই অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন।
কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ডিঙ্গি’র সফলতা কামনা করি। তাঁর কবিতা পাঠে পাঠকগণ নতুন মাত্রার স্বাদ পাবেন। সে স্বাদ পাঠককে কবিতায় মগ্ন করে রাখবে। কবি মেরী হাওলাদারের কাব্যগ্রন্থ বেশ সমাদৃত হবে বলে বিশ্বাস রাখি। --এইচ আলিম, কবি ও সাংবাদিক।
Report incorrect information