Category:রোমান্টিক উপন্যাস
হামজা খুব স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেওয়া অ্যাওয়ার্ডটি নেয়। এগিয়ে যায় মাইকের সামনে। উৎসুক তারক-তারকাদের মুখ একটু একটু করে দেখাচ্ছে। হামজা মুখ খুলতেই ক্যামেরা তাকেই বন্দি করে রাখে, “এই অ্যাওয়ার্ড আমার জন্য স্পেশাল। বনলতা আমার জন্য স্পেশাল। বনলতা চরিত্রটি যার থেকে নিয়ে সাজিয়েছি তিনি আরও বেশি স্পেশাল। আমার দেখা শ্রেষ্ঠ রূপবতী, গুণবতী নারী সে। যাকে আমি বাচ্চাকালে শ্রদ্ধা করেছি, বয়ঃসন্ধিতে প্রেমে পড়েছি, পুরুষ রূপে ভালোবেসেছি। আই লাভ ইউ, সুচরিতা। দিস অ্যাওয়ার্ড ইজ ফর ইউ মাই লাভ।”
Report incorrect information