মৌমাছির জন্ম ইতিহাস বড় বিচিত্র। মৌমাছি সামাজিক কীট। এরা পরিবার বা বসতিবদ্ধ হয়ে একটি চাকে বসবাস করে। মৌমাছিদের জীবন পরিচালিত হয় একজন রানিমার নেতৃত্বে। তিনি সবার কর্তা ব্যক্তি। তার নির্দেশে সুশৃঙ্খলভাবে মৌমাছিরা কলোনিতে বাস করে। রানির ক্ষমতা অপরিসীম। তিনি যেমন ক্ষমতাধর তেমনি তার জীবন দুঃখভারাক্রান্ত। একজন মমতাময়ী মা হিসেবে সবার প্রতি তিনি দায়িত্বশীল। তিনি জন্ম দেন অগণিত মৌমাছিদের। এক সময় রানিমার জীবনে আসে দুঃখ কষ্ট, প্রাসাদ ষড়যন্ত্র; সবকিছু উপক্ষো করে তিনি বিন্দুমাত্র কর্তব্য পরায়ণতায় বিচ্যুতি হন না। তিনি মনে করেন মাত্র ৬০ দিনের আয়ু নিয়ে পৃথিবীতে আসা। এই স্বল্প সময়ে কর্মকে ধর্ম হিসেবে ধারণ করার চেয়ে বড় কোনো সত্য আর নেই। চৌধুরী সাহেবের গল্পের রানিমা আর বাস্তবে মৌমাছিদের রানিমা দুইই এক রানিমার গল্পের কেন্দ্রীয় চরিত্র। কিশোরদের জন্য এই কাহিনী লেখক গল্পাকারে বর্ণনা করতে চেয়েছেন।
Report incorrect information