-আজ তোমায় এই রাজবাড়ি, এইবন, এই পাকপাখালি এই সূর্যলোক সাক্ষী রেখে তোমার কপোলে জয়টিকা সর্মপণ করব, তুমি কি তা গ্রহণ করবে?
-সেই কবে থেকে আমার সকল কিছু তোমাকেই সমর্পিত করেছি। তবে আজ কেনো অনুমতি চাইছো?
- এটা বলতে পারো কেবল অনুমতিই নয়, এটা যে চিরকালীন অধিকার।
-সে অধিকার তো তোমায় দিয়েছি প্রথমদিন থেকেই। তুমি কি তা বুঝনি?
-বুঝেছিলাম মিতা।
-তবে কেনো বিলম্ব করছো, তুমি দাও আমায় জয়টীকা; তোমার মিতার কপোলে। ভরিয়ে তুলো আমার জীবনখানা তোমার সমৃদ্ধ জীবন দিয়ে, রাঙিয়ে তোলো তোমার শৈল্পিক ইচ্ছাটুকু বিসর্জন দিয়ে, আমি যে প্রস্তুত।
আলো এবং আঁধারের খেলা থাকতেই পারে। সে খেলায় সময়ের সীমা বেঁধে দেয়া যায়না। প্রকৃতি তার আপন আলোয়, অতিক্রম করে সকল অন্ধকার; যেমনি বিশ্বচরাচরে মেলে ধরে নির্ভরতার আবহ। ঠিক তেমনি আলোকিত করে প্রাণে প্রাণে, গভীর অন্ধকারের প্রলয় হতে নিমিত্ত জীবনকে করে তোলে অর্থবহ। বৈতালী জীবনের অবসান ঘটিয়ে প্রশান্তির মুক্তির পথ।
Report incorrect information