ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—যা ব্যক্তি ও রাষ্ট্রের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করে। আধুনিক রাষ্ট্রে ইসলামি রাষ্ট্রব্যবস্থা ন্যায়বিচার, মানবাধিকার, অর্থনৈতিক সমতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনে সহায়ক। ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। তাই কুরআনের নির্দেশ অনুযায়ী, ন্যায়বিচার নিশ্চিত করা একজন শাসকের প্রধান দায়িত্ব। এ ব্যবস্থায় শাসক আল্লাহর কাছে দায়বদ্ধ থাকেন, জনগণের সেবক হিসেবে কাজ করেন—কিন্তু তার সার্বিক কাজকর্মের ওপর তিনি মোটেও স্বাধীন নন।
ইসলামি শাসনব্যবস্থা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এটি ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে। অর্থনৈতিক ক্ষেত্রে এটি সুদমুক্ত অর্থব্যবস্থার মাধ্যমে আর্থিক শোষণ প্রতিরোধ করে এবং যাকাত ব্যবস্থার মাধ্যমে ধনী-গরিবের মধ্যে ভারসাম্য আনে। এককথায় ইসলামি রাষ্ট্রব্যবস্থার আনুষ্ঠানিক অবসানের পর প্রতিটি শতাব্দী অনুভব করে আসছে এর প্রয়োজনীয়তা। বর্তমান সময়ে দীনপ্রিয় প্রতিটি তরুণের উচিত ইসলামি রাষ্ট্রের মৌলিক নীতিমালাগুলো মুখস্থ রাখা। সভা-সমাবেশ, অনলাইন-অফলাইনে এর ওপর আলোচনা জারি রাখা। তরুণদের এ দায়িত্বকে আরও সহজ করে তুলতে এ বই আত্মপ্রকাশ করেছে। সংক্ষিপ্ত তবে প্রয়োজনীয় সকল মৌলিক বিষয়সমূহ এই বইয়ে উঠে এসেছে।
ড. আকরাম জিয়া আল দ্বীন আল উমরী একজন উচ্চ মর্যাদাসম্পন্ন ইসলামি গবেষক। তিনি ১৩৬১ (১৯৪২) হিজরিতে উত্তর ইরাকের মসুলে জন্মগ্রহণ করেন। বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে ১৩৮২ (১৯৬২) হিজরিতে বি এ এবং ১৩৮৬ (১৯৬৬) হিজরিতে ইসলামের ইতিহাসে এম এ ডিগ্রী লাভ করেন। কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে ১৩৯৪ (১৯৭৪) হিজরীতে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।