Category:#2 Best Seller inনবম ও দশম (এসএসসি): আবশ্যিক বিষয়
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
সর্বজন স্বীকৃত একটি বিষয় হলো যে কোন ভাষা আয়ত্বের জন্য শব্দই মূখ্য অন্যসব গৌণ। তাই দেখা যায় সিংহভাগ শিক্ষার্থীরা শব্দের অর্থ না জানার কারণে বোর্ড বইয়ের প্যাসেজের অর্থ করতে অসমর্থ হয়। তাই শিক্ষার্থীর দূর্বলতা কাটাতে গোটা বোর্ড বইটি শব্দে শব্দে অনুবাদ করা হয়েছে। ফলে এই বইটি পড়লে যেকোন শিক্ষার্থী ডিকশনারী কিবা টিউটরের সহযোগীতা ছাড়াই প্যাসেজের অর্থ করতে সক্ষম হবে।
Report incorrect information