Category:সমাজ, সভ্যতা ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ
Get eBook Version
TK. 630* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
বাঙলায় মুসলমানসমাজ প্রতিষ্ঠিত হয় বাঙলা মুসলমানগণ কর্তৃক বিজিত হবার পর। ১২০৪ খ্রিষ্টাব্দে বখতিয়ার খিলজি প্রথম বাঙলা জয় করার সময় থেকে শুরু করে ১৭৬৫ খ্রিষ্টাব্দে ইংরাজ কর্তৃক দেওয়ানি গ্রহণের সময় পর্যন্ত এই সার্ধ পাঁচশত বৎসর বাঙলা মুসলমানগণের অধীনে থাকে। আগন্তুক মুসলমানই বলুন, আর ধর্মান্তরিত মুসলমানই বলুন, বা এই দুইয়ের সংমিশ্রণে উৎপন্ন মুসলমানই বলুন, তাদের সকলেরই উদ্ভব হয়েছিল এই সার্ধ পাঁচশ বছরের মধ্যে। তবে এর পর যে কেউ মুসলমান হয়নি, এমন কথাও সত্য নয়। এরপরও হিন্দু মুসলমান হয়েছে, তবে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। সেরূপ মুসলমানরা সকলেই দেশজ মুসলমান। ১২০৩ খ্রিষ্টাব্দে বখতিয়ার খিলজি কর্তৃক বঙ্গ-বিজয়ের পর থেকে মুসলমান শাসনের গোড়াপত্তন হয়। তখন থেকে শুরু করে ১৭৫৭ খ্রিষ্টাব্দে সিরাজদৌলার পতন পর্যন্ত সাড়ে পাঁচশ’ বছর প্রায় অবিচ্ছিন্নভাবে মুসলমান সুলতান-সুবেদার-নবাব-নাজিম বাংলাদেশে রাজত্ব করেন। মাঝখানে রাজা গণেশ (১৪১৪-১৪১৯) চার বছর স্বাধীনভাবে বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। রাজা তোডরমল (১৫৮০-৮২) এবং মানসিংহ (১৫৮৯-৯৬) বাংলাদেশ শাসন করেছিলেন; কিন্তু তাঁরা ছিলেন আকবরের প্রতিনিধি-নাজিম। বাংলাদেশ বিজিত হওয়ার অনেক আগে অষ্টম শতকের গোড়ার দিকে উত্তর-পশ্চিম ভারতে আরবীয় মুসলমানদের আগমন ঘটে। ক্রমে তাঁরা ভারতের অধীশ্বর হন। মামলুক, খিলজি, ঘোরি, বলবন, শূর, মোঘল বংশের নৃপতিগণ রাজত্ব করেন। মোঘল বাদশাহ্ আওরঙ্গজেবের (১৬৫৮-১৭০৭) মৃত্যুর পর দিলিশ্বর কেন্দ্রীয় শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এর পঞ্চাশ বছর পর ইংরেজগণ প্রথমে বাংলা এবং প্রায় এক শত বছরের মধ্যে অন্যান্য প্রদেশ দখল করে সমগ্র ভারতবর্ষে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠিত করেন। বাঙালি মুসলমানদের আত্মঅন্বেষণে এই ঐতিহাসিক পরম্পরা স্মরণে রেখেই তার জাতীয় পরিচয়ের মীমাংসা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। বর্তমান সংকলন গ্রন্থে বিশেষজ্ঞদের গবেষণালব্ধ প্রবন্ধসমূহের মধ্যদিয়েই এই অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রায়াস আছে বর্তমান সংকলন গ্রন্থে।
Report incorrect information