Category:অস্ট্রেলিয়া ভ্রমণ
অস্ট্রেলিয়ায় মানুষের বসবাস শুরু হয়েছিলো পঁয়ষট্টি হাজার বছর আগে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভূ-সেতু ব্যবহার করে ছোট ছোট সমুদ্র পারাপারের মাধ্যমে মানুষ এ মহাদেশ এসেছিলো। আর্নহেম ল্যান্ডের মাজেদবেবে গুহা অস্ট্রেলিয়া মহাদেশের মানবজাতির চিহ্ন সবচেয়ে প্রাচীন প্রমাণ। এরাই ছিলেন মানবজাতির এখন পর্যন্ত প্রাচীন মানব দেহের প্রমাণ পাওয়া যায় লেক মুঙ্গোতে। যার বয়স প্রায় একচল্লিশ হাজার বছর। এরাই ছিলেন আদিবাসী অস্ট্রেলিয়ানদের আসল পূর্ব পুরুষ। সেই ধারাবাহিকতায় আজকের আধুনিক অস্ট্রেলিয়া।
Report incorrect information