Category:অনুবাদ ও তাফসীর
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
বিশ্বজনীন ধর্মগ্রন্থ হিসাবে পবিত্র কুরআনের বিষয়বস্তু স্বাভাবিকভাবেই অতি বিস্তৃত ও বহুমুখী। মানবজাতির জন্য প্রয়োজনীয় এমন কিছুই নেই, যা এই মহাগ্রন্থে বিবৃত হয়নি। জ্ঞানের সমস্ত দিক ও বিভাগের দুয়ার খুলে দিয়েছে এই গ্রন্থের প্রতিটি আয়াত ও শব্দ।
পবিত্র কুরআনের মর্মার্থ সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য ছাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম ও পরবর্তী ওলামায়ে কেরাম সাধ্যমত চেষ্টা করেছেন তাঁদের তাফসীর ও ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে। যার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থেকেছে পরবর্তী সকল যুগে ও সমাজে। তবে বাংলাভাষায় তাফসীর চর্চার ইতিহাস খুব বেশী দিনের নয়। তদুপরি যতটুকু হয়েছে, তার অধিকাংশই বিভিন্ন মাযহাব ও মতাদর্শগত ব্যাখ্যার সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারে নি। সেকারণ বাংলাভাষায় পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক একটি বিশুদ্ধ তাফসীরের চাহিদা ছিল বহুদিনের। বর্তমান সময়ে এই প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে আরো তীব্রভাবে।
বহু প্রতীক্ষিত সূরা বাক্বারাহ্ তাফসীর বের হ'তে যাচ্ছে। যার মধ্যে ১ম ও ২য় পারাসহ ৩য় পারার ২৫৩ থেকে ২৮৬ পর্যন্ত ৩৩টি আয়াত রয়েছে। ইতিমধ্যে ২৬ থেকে ৩০ পর্যন্ত ৫ পারার তাফসীর বের হয়েছে।
বাকী সূরাগুলির তাফসীর হায়াত, স্বাস্থ্য ও সুযোগ শামেলে হাল হ'লে ধীরে ধীরে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
Report incorrect information