তালিবুল ইলমের জন্য মুতালাআর বিস্তৃতি ও মুতালাআর গভীরতা উভইটাই কাম্য। আজকাল তালিবে ইলমদের থেকে গুণ দুটি হারিয়ে গেছে বললেই চলে। অথচ প্রত্যেক তালিবুল ইলমের এই গুণ দুটি অর্জনের জন্য সর্বস্ব বিলীন করে দেওয়ার মানুষিকতা তৈরি করতে উচিত। কেননা ইলম অতি মূল্যবান। এর মূল্য যেমন বেশি, তার জন্য পরিশ্রমও করতে হয় বেশি। সালাফের এই বাণী তো আমরা বহুবার শুনেছি—
‘ইলম এমন জিনিস, তার জন্য তোমার সর্বস্ব না বিলিয়ে দিলে সে তোমাকে সামান্যও দেবে না। বরং তার জন্য তোমার সর্বস্ব বিলিয়ে দিলেও সে তোমাকে কিছু দেবে কি না— সে ব্যাপারে সন্দেহ আছে।
'খুব পড়ি বুঝে পড়ি- মুতালাআর উসুল ও আদাব' নামক কিতাবটিতে পাঠক বড়দের মুতালাআর বিস্তৃতি কেমন ছিল, কীভাবে তাঁরা মুতালাআ করতেন সেসকল ঘটনাবলী খুঁজে পাবেন। মুতালাআর বিস্তৃতি আর গভীরতা লাভে কী করণীয় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সব দিকনির্দেশনা পাবেন। কিতাবটি মূলত লিখিত হয়েছে দুইটি অধ্যায়ে। প্রথম অধ্যায়ে উঠে এসেছে বড়দের মুতালাআ কেমন ছিল, কত বেশী মুতালাআ তাঁরা করতেন, সারাদিন কতটুকু সময় তাঁরা মুতালাআয় নিমগ্ন থাকতেন, জীবনের একেবারে অন্তিম সময়ে পর্যন্ত কী পরিমাণ ইলমচর্চায় তারা ডুবে থাকতেন এরকম নানান ঘটনাবলী। আর মুতালাআ কীভাবে করতে হয়, ফলপ্রসূ মুতালাআর উসুল ও আদাব কী এই সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা কিতাবের দ্বিতীয় অধায়ে তুলে