দিন দিন ব্যবসায় সাংবাদিকতার প্রসার ঘটছে। প্রতিটি গণমাধ্যমে ব্যবসায় সাংবাদিকতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক মেধাবী তরুণ বিজনেস ক্যারিয়ার শুরু করেছেন। তবে এক্ষেত্রে অনেককেই সমস্যায় পড়তে হয়। অর্থনীতির নানা পরিভাষা বুঝতে ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। বাংলা ভাষায় এক সাথে ব্যাংক, বীমা, শেয়ারবাজার, রাজস্ব, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত প্রকাশনা প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন ভাষায় এ সংক্রান্ত গ্রন্থ থাকলেও বাংলা ভাষায় তা অনুপস্থিত।
কিন্তু এ প্রয়োজন অনস্বীকার্য। এ সংক্রান্ত বিষয়ে জানবার মাধ্যম কম। অর্থনৈতিক প্রতিবেদক ছাড়াও অর্থনীতি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এ ধরনের বইয়ের প্রতি আগ্রহ রয়েছে। এমন বইয়ের প্রাঞ্জল পরিভাষার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। চাহিদা পূরণের বিষয়টি কষ্টসাধ্য। আল্লাহর অশেষ রহমতে এ জটিল ও কষ্টসাধ্য কাজটিতে আমার হাত দেওয়ার সুযোগ হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও গ্রন্থটি পাঠে যাতে সাধারণ পাঠক উপকৃত হতে পারেন সেই চেষ্টা করা হয়েছে।
বইটিতে শেয়ারবাজার, ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য, কর সংক্রান্ত পরিভাষাগুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
পরিভাষা হলো বিশেষ অর্থ প্রকাশকারী শব্দ বা শব্দরাশি। যে শব্দ দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তা-ই পরিভাষা। অনেক অর্থবিশিষ্ট শব্দও যদি প্রসঙ্গ বিশেষে নির্দিষ্ট অর্থে প্রযুক্ত হয়, তাও পরিভাষারূপে গণ্য। সাধারণত পরিভাষা বলতে এমন শব্দ বা শব্দাবলিকে বোঝায় যার অর্থবোধে সংশয় ঘটে না।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামে ১৩৯৫ বঙ্গাব্দের ২৬ মাঘ জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকে তার অসংখ্য ফিচার এবং মতামত প্রকাশিত হয়েছে। তিনি বিপণন বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি এলএলবি পাস করেছেন। বর্তমানে তিনি বহুল প্রচারিত দৈনিক আমাদের সময়-এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এর আগে প্রাচীন দৈনিক সংবাদ এবং বার্তা সংস্থা এনএনবিতে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন। তার লেখা অর্থনীতির মৌলিক বই 'শেয়ারবাজারের প্রাথমিক ধারণা' রয়েছে। তিনি অর্থনীতি এবং বাণিজ্য-বিষয়ক বই, ম্যাগাজিন ও পত্রিকা সংগ্রহ করতে এবং পড়তে পছন্দ করেন। ভ্রমণও তার খুব প্রিয়