দ্বাদশ হল এক দুই অংক
সংখ্যায় বারো পড়ি
বারোজনের কবিতা-গ্রন্থনে
বারোয়ারি কাব্য গড়ি।
বারো কবির বারোটি করে
১৪৪ পদ্য চয়নে
বারোয়ারি কাব্য বয়ন করি
আবেগ-উচ্ছ্বাসি মনে।
এক’শ চুয়াল্লিশ পদ্যপুষ্পে
গাঁথা কথামালা
আপ্ত চিন্তনের তথ্য-যোজনে
সাজানো কাব্যডালা।
কারো রচন সমাজ প্রকৃতি প্রগতি
রম্য-প্রণয়ী ধর্ম-দর্শন
কারো চয়ন জীবন-দর্পনের
নান্দনিক চিত্রায়ন।
বারো কবি-রত্নের নিবিড় যত্নে
গড়া এ পদ্যমঞ্জরি
ফুটবে সে কলি করবে আকুলি
মহান ভাষার ফেব্রুয়ারি।
বারোয়ারি রাগিণীতে ধ্বনিত
কাব্যিক বাঁশির স্বর
কথা-অমৃতের শুদ্ধ আস্বাদে
ঋদ্ধ করি অন্তর।
Report incorrect information