Category:পেশাগত স্মৃতিচারণ ও অভিজ্ঞতা
দুই চোখে নীল সমুদ্র; ওই তো দেখা যায়, আকাশ গড়িয়ে পড়েছে যেন নীল সমুদ্রে, নীলে নীলে হয়ে গেছে একাকার। একটু পরপরই দেখা মিলছে সামুদ্রিক সিল, ফ্লাইং ফিশ আর ডলফিনের। দুই চোখ ভরে অবলোকন করা যাচ্ছে মহামহিম সৃষ্টিকর্তার অসংখ্য নিয়ামত। এ-সব দেখে কেবলই মনে পড়বে, ‘ফাবি আইয়ি আলায়ি রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন দান অস্বীকার করবে!’
মেরিন-ক্যারিয়ার অনেকের কাছেই স্বপ্নের। মোটা অংকের অর্থ, অবাধ স্বাধীনতা আর ভ্রমণই যেন মেরিন-ক্যারিয়ারর সবচেয়ে আকর্ষণীয় দিক। অনেক সময় মানুষের কৌতূহল যে কোথায় গিয়ে দাঁড়ায়, তা তাদের প্রশ্ন কিংবা মন্তব্য দেখলেই কিছুটা বোঝা যায়। একটি জাহাজে কী আছে, কত মানুষ থাকে, তারা কী করে, তারা কীভাবে থাকে, এগুলো ছাড়াও আরও হাজারো প্রশ্ন জমে আছে মানুষের মনে। কিন্তু উত্তর জানা নেই। একজন মেরিনার থেকে প্রশ্নগুলোর উত্তর পাওয়া তাই সবার জন্যই খুবই প্রাসঙ্গিক।
Report incorrect information