জাগরণের কবি মো. জামাল হাসান খান মান্না--দেশ, মাটি, মুক্তিযুদ্ধের বয়ান লেখেন তাঁর লিরিক্যাল-ভাষ্যে। তিনি স্বাধীন সার্বভৌমত্বের কথা বলতে চান বারবার। যারা সত্য-সুন্দর ও গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধ-স্রোতে গা ভাসিয়ে দেশকে অন্ধকারের দিকে টেনে নিতে চায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি করেন । অসহায় ক্লান্ত পতিত গণতন্ত্র নয়--যে-গণতন্ত্র সত্যিকার মুক্তির স্বাদ দেবে মানুষকে। কবি মো. জামাল হাসান খান মান্না স্বাধীকার আদায়ের প্রথম প্রদক্ষেপ একাত্তর ও বায়ান্নর প্রেরণা নিয়ে দেশের অরাজকতা দূর করতে চান। তাঁর প্রতিটি কবিতার চরণে চরণে লেগে আছে বিপ্লব। আন্দোলনমুখো নতুন দিনের আহ্বান। তাঁর কবিতার শব্দবাক্যের চিৎকার যেন এক-একটা আগ্নেয়াস্ত্রের বিভীষিকা। গ্রেফতার শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা মানুষের ইচ্ছেপত্র নয়। একজন দেশপ্রেমিক কবির আত্মনিনাদ। যে-নিনাদে ধ্বনিত হয় ‘মুক্তি দাও বঙ্গ-জাতিরে’!
Report incorrect information