Category:বাংলা কবিতা
জানো তোমার প্রেয়সীর যত অভিমান আইজ তোমারে ঘিরে
আইজও যতকিছু তোমার লাইগা করি,
কিন্তু শুধু তোমার সান্নিধ্য ছাইড়াই জীবন চলে,
তাতে এহন আর আফসোস লাগে না জানো!
মনে অয় এক শতাব্দীর দুরত্ব হইলেও
তোমার হৃদয়টা শুধু আমার দখলে,
যেমন আমরাডা তোমার দখলে।
শুধু কাছাকাছি থাকন গেল না, যাইব না হেও জানি।
তবুও আমি চোখ বন্ধ কইরা কইতে পারি তুমি আমার।
চড়ুই যেমন ঘরের কোনে বাসা বাইন্ধা থাইকা যায়,
তেমন তুমি আমার ভিতর থাইকা যাও কোনো কারণ ছাড়াই।
Report incorrect information