ফিকহ বুঝার মূলনীতিকে ‘উসূলে ফিকহ’ বলা হয়। মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ কুরআন ও হাদীছ থেকে সূক্ষ্ম ও নির্ভুলভাবে মাসআলা নিরূপণের করার জন্য ফিকহের নীতিমালা জানা একান্ত জরুরী। শরীয়তের মাসআলা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের প্রত্যাশী ও ফতওয়া প্রদানকারীর জন্য উসূলে ফিকহ অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র। একারণে বিদ্বানগণ বলেছেন, مَنْ حُرِمَ الْأُصُوْل حُرِمَ الْوُصُوْل ‘যে উসূল থেকে বঞ্চিত হলো, সে তো লক্ষ্যে পৌঁছা থেকে বঞ্চিত হলো।’
সকল শাস্ত্রেরই উসূল আছে। যেমন তাফসীরের জন্য উসূলে তাফসীর; হাদীছের জন্য উসূলে হাদীছ; অনুরূপভাবে চিকিৎসা, দর্শন, তর্কশাস্ত্র, অলঙ্কারশাস্ত্র, রসায়ন, পদার্থ, গণিতসহ সকল শাস্ত্রেরই ভিত্তি হলো উসূল বা মূলনীতি। তাই শরীয়তের মাসআলা নিরুপণ করার ক্ষেত্রে উসূলে ফিকহের গুরুত্ব অপরিসীম।
আল্লামা ইবনু উছায়মীন রহিমাহুল্লাহ প্রণীত اَلْأُصُوْلُ مِنْ عِلْمِ الْأُصُوْلِ কিতাবটি উসূলে ফিকহের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি কিতাব। লেখক এতে উসূলে ফিকহের প্রায় সকল বিষয়কে সন্নিবেশ করেছেন। মতভেদের দিকে না গিয়ে কেবল সকল বিষয়ে ঐকমত্যপূর্ণ সংজ্ঞা, হুকুম ও উদাহরণ পেশ করেছেন, যেন শুরুতেই শিক্ষার্থীদের মাথা তালগোল পাকিয়ে না যায়।
আমাদের দেশে উসূলে ফিকহের ভালো চর্চা না থাকার কারণে উসূলে ফিকহের মাসআলাগুলো অনেকের কাছেই পরিষ্কার হয় না; বরং দুর্বোধ্য থেকে যায়। সে কারণে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের সুবিধার কথা চিন্তা করে কিতাবটির অনুবাদ ও ব্যাখ্যার কাজ হাতে নেওয়া। দীর্ঘ গবেষণা ও পরিশ্রমের ফল এই কিতাবটি সকল শ্রেণির পাঠকের জন্য উপকারী হবে ইনশা-আল্লাহ।