Category:নানাদেশ ও ভ্রমণ
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
একটু উপরে উঠতেই চার দিকের আকাশচুম্বী সবুজে ঘেরা পাহাড় আর দূরের শহরের ছোট ছোট ভবনগুলো আমাকে মুগ্ধ করল। এ দৃশ্য সত্যি ভোলার মতো নয়। চলতে চলতে হঠাৎ মেঘগুলো অনেক কাছে চলে এলো। মনে হচ্ছে মেঘ যেন হাতে ধরতে পারব। পুরো ব্যাপারটা আমার কাছে অনেকটাই কল্পনার মতো লাগছিল। মনে হচ্ছে যেন জেগে জেগে স্বপ্ন দেখছি। জেনে রাখা ভালো চন্দ্রগিরি ক্যাবলকারটি সকাল আটটায় চালু হয়। আর বন্ধ হয় সন্ধ্যা ছয়টায়। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত অর্থাৎ এই এক ঘণ্টা বন্ধ থাকে। শুক্র ও শনিবারে সকাল আটটা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকে। প্রায় ১৩ মিনিট পর পৌঁছে গেলাম এর চূড়ায়।
চূড়ায় নামার পর যে দৃশ্য দেখেছি সেটা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। জীবনে প্রথমবারের মতো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ২শ ফিট উচ্চতায় উঠেছি। এখানকার তাপমাত্রা ভূপৃষ্ঠের থেকে তুলনামূলক কম। চার দিকের সু-উচ্চ পাহাড় আর বরফে ঢাকা পর্বত আমাকে মুগ্ধ করেছে। জীবনে প্রথমবারের মতো এত পর্বত একসাথে দেখছি। তবে এখানে আনন্দের সাথে কিছু কষ্টও রয়েছে। ক্যাবলকার থেকে নেমে প্রথমে একটু উঁচু পাহাড় বেয়ে এর চূড়ায় যেতে হবে। সেখান থেকে আরো ভালোভাবে উপভোগ করা যাবে বাকি দৃশ্য। আমার গাইড আসমি আমাকে বিভিন্ন দিকে দেখাচ্ছে আর বর্ণনা দিচ্ছে। একটা কথা না বললেই নয়, আসমি খুবই ভালো মেয়ে। আমরা প্রায় সমবয়সী। এ কারণে আমাদের মধ্যে বোঝাপড়াটাও অনেক ভালো। খুব অল্প সময়ের মধ্যেই ও আমার অনেক ভালো বন্ধুতে পরিণত হয়েছে।
Report incorrect information