Category:অনুবাদ কবিতা
ইস্তানবুল ২৪৬১, প্রাচীন সুমেরীয়দের রচিত প্রায় ৪,০০০ বছর পুরোনো বিশ্বের প্রাচীনতম প্রেমের কবিতা। এটি সুমেরীয় সভ্যতার সময়ে, আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্ব উর তৃতীয় রাজবংশের রাজা শু-সুয়েনের শাসনামলে রচিত হয়েছিল। কবিতাটি মূলত ভালোবাসা, উর্বরতা এবং যুদ্ধের সুমেরীয় দেবী ইনানার উদ্দেশ্যে রচিত একটি ধর্মীয় সংগীত, যা পবিত্র আচার-অনুষ্ঠানে ব্যবহার করা হতো। ১৯ শতকের শেষভাগে প্রত্নতাত্ত্বিকেরা এটি ইরাকের নিপ্পুর শহর থেকে আবিষ্কার করেন। ‘ইস্তানবুল ২৪৬১’ নামটি ইস্তানবুলের প্রাচীন প্রাচ্য জাদুঘরের সংরক্ষণাগারে সংরক্ষিত ফলকের রেফারেন্স নম্বর। কবিতার পূর্ণ নাম ‘শু-সুয়েনের প্রেমের গান’ যা প্রেম ও যৌনতার থিমে রচিত একটি কামনামূলক কবিতা।
Report incorrect information