Category:বয়স যখন ৪-৮: রূপকথা, উপকথা ও লোককাহিনী
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
একদা এক বনে এক গাধা আর এক শেয়াল বাস করতো। ওদের মধ্যে খুবই বন্ধুত্ব হয়েছিল। দুই বন্ধু একদিন বেরোলো। কিছুদূর যাবার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শেয়ালটা নিজেকে বাঁচাবার জন্যে সিংহের একেবারে কাছে গিয়ে বলল, মহারাজ, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। তবে তার আগে কথা দিতে হবে, আমাকে আপনি ছেড়ে দেবেন। তারপর ফিস ফিস করে বলল, ঐ গাধাটা আপনার একেবারে হাতের মুঠোয় এনে দিতে পারি।
সিংহ বললÑবেশ তো তাই হবে। কথা দিলাম আমি।
সিংহের এই কথা শুনে শেয়াল গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেললো।
আর এদিকে সিংহ যখন দেখল গাধাটার আর পালাবার উপায় নেই, তখন প্রথমে শেয়ালটাকেই শেষ করলো, তারপর ধীরে সুস্থে গেল গাধাটার কাছে।
নীতিকতা : অপরের সর্বনাশ করার চেষ্টা করলে নিজেরই আগে ক্ষতি হয়।
তেমনই ৫৮টি শিক্ষনিয় নীতিগল্প রঙিন ছবি
Report incorrect information