কবিতার সাথেই আমার প্রথম প্রেম। এই প্রেমের প্রবাহে কবিতা হয়ে যায় নারী আর নারী কবিতা। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, বোদলেয়ার আর গারসিয়া লোরকাজ্জ এই কবি চতুষ্টয়ের কবিতার নিস্যন্দে তৈরি হয়েছিল আমার কাব্যিক মন ও মননের পাটাতন। জীবনের এক চরম সংকটকালে ধরে রাখতে পারিনি কবিতাকে। প্রেয়সী কবিতা আমাকে ছেড়ে চলে যায়। তবে দীর্ঘকাল ধরে তার সাথে চলতে থাকে প্রেম-বিরহের এক্কা-দোক্কা খেলা। তারপরও কবিতাই আমার হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেওয়া এক নৈসর্গিক সত্তা, সুন্দরের অভ্যর্থনা। আসলে কবিতা এক আশ্চর্য প্রেমিকা। কখনো নিজেই এসে ধরা দেয়, আবার কখনো দিনরাত পিছু ছুটেও ধরা যায় না।
Report incorrect information