Category:ইসলামি গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
বই পরিচিতি
ডিভাইড বিটুইন ইসলাম এন্ড সেক্যুলারিজম
(ইসলাম ও ধর্মনিরপেক্ষতার সংঘাত)
জগদ্বিখ্যাত ব্যক্তিত্ব ড. ইউসুফ কারযাভি রচিত “আল-ইসলাম ওয়াল-ইলমানিয়াহ ওয়াজহান লি-ওয়াজহিন” বইটি জ্ঞানভিত্তিক গভীর আলালচারিতার দলিল। এখানে লেখক অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে ইসলাম ও ধর্মনিরপেক্ষতার মাঝে বিরোধগুলো তুলে ধরেছেন এবং সেগুলোর ভিত্তি ও প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেছেন।
বইটির মূল আলোচনা শুরু হয় উভয় পক্ষের অবস্থান, পরিচিতি এবং মৌলিক ধারণাগুলো স্পষ্ট করার মাধ্যমে। লেখক দ্বন্দ্বের স্থানগুলো চিহ্নিত করেছেন এবং পার্থক্যগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন। পাশাপাশি, তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন আপত্তি ও সংশয়ের যুক্তিসঙ্গত খণ্ডন করেছেন।
এই বইয়ের একটি প্রধান লক্ষ্য, সত্য উদঘাটন করা এবং ধর্মনিরপেক্ষতার প্রচারকরা মানুষের মাঝে যে সন্দেহের বীজ বপন করার চেষ্টা করেন, তার গোমর ফাঁস করা। তাদের হীন উদ্দেশ্য ও অসৎ কার্যকলাপ উন্মোচন করা। লেখক প্রমাণ করেছেন যে, ইসলামি বিশ্বে ধর্মনিরপেক্ষতার জন্য কোনো স্থান নেই।
দারুণ ব্যাপার হল, নন্দিত গদ্যকার “মানবতার দেওয়াল” উপন্যাসের রচয়িতা নাবিল হায়দার এই বইটির অনুবাদ করেছেন। তার সাবলীল অনুবাদ পাঠককে সৃজনশীল বইয়ের স্বাদ দেবে— তা সহজেই অনুমেয়।
এই বইটি থাকতে পারে ইসলামি চিন্তাবিদ, শিক্ষার্থী এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে জানতে আগ্রহী—প্রত্যেকের টেবিলে। ড. কারযাভির গবেষণাধর্মী এবং যুক্তিনিষ্ঠ লেখনীর কারণে বইটি পাঠকের চিন্তার গভীরে প্রবেশ করতে সক্ষম।
Report incorrect information