“চাঁপাফুলে খোঁপা বেঁধে হলুদিয়া বেশে
কে সাজিল রে আজ মহাউল্লাসে”।
প্রকৃতরি রূপ-রসে আসক্ত কবি মজেছেন ছন্দময় কাব্যলীলায়;
আর রূপকের আদলে মানবপ্রেমের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন
প্রকৃতির অতুলনীয় সৌন্দর্যময় উপমায়।
এক রক্তিম দিগন্তে উদয় হয়ে আরেক রক্তিম দিগন্তে -
ভাবনার অসীম জগতে হারিয়ে যায় যে কবি মন,
তা চিরন্তন রহস্য বয় আর কি!
ছন্দের ঝনঝনানি, চিত্রকল্পের হাতছানি, বিরহিণীর অভিমান,
উতলা মনের অতৃপ্ত প্রেমের আকাক্সক্ষা, সমাজের অসংগতি,
অকৃত্রিম দেশপ্রেম আর মাটি ও মানুষের গান,
কবি তাঁর মনের মাধুরি মিশিয়ে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন
‘দিগন্ত দুয়ারের লেন্স’ কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতায়।
Report incorrect information