নিভৃত পূর্ণিমা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মেডিকেয়ার এবং মেডিকেইড সার্ভিসের হেড অফিস বাল্টিমোরের সিকিউরিটি বুলেভার্ডের শেষ মাথায়। অফিসকে কম্পিউটার সম্পর্কিত সব রকমের সাহায্য সহযোগিতা করার জন্য আশেপাশে কয়েকটা ইনফরমেশন টেকনোলজি ঠিকাদারি অফিস গড়ে উঠেছে। এরকম একটি ঠিকাদারি অফিসে সাইবার সিকিউরিটি স্পেসিয়ালিস্ট হিসাবে কাজ করে নাদিম আখতার। দেড় বছর মনে প্রাণে কাজ করে যখন আশা করছিল আরো উন্নতি হবে, ঠিক তখনই চাকরি থেকে বরখাস্ত হলো নাদিম। তিন মাসের মধ্যে আবার একটি চাকরি যোগাড় করতে না পারলে দেশে ফিরতে হবে। প্রচণ্ড রকম আর্থিক এবং মানসিক চাপের মধ্যে পড়ল নাদিম ।
বেকার এবং চরম হতাশ জীবনে হঠাৎ করে পরিচয় হলো অপূর্ব সুন্দরী সায়রা বানুর সাথে ।
পারিবারিক চাপের মুখে বিয়ে এড়াতে নিউ জার্সি থেকে পালিয়ে মেরিল্যান্ড এসেছে। সায়রা বানু ভারতের রাজস্থানের মেয়ে, ভালো করে ইংরেজি বলতে পারে না। থাকার জায়গা নেই, কী করবে জানে না । অসহায় একটি মুসলিম মেয়েকে সাহায্যের হাত বাড়িয়ে দিল নাদিম। সায়রা বানুকে নিজের এপার্টমেন্টে নিয়ে এলো । সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি থেকে আসা দুটি ছেলেমেয়ের অনিশ্চিত জীবনে শুরু হলো এক রোমান্টিক ঘূর্ণিপাক। কীভাবে এর শেষ হবে কেউ জানে না ।
Report incorrect information