Category:বিবিধ বিষয়ক প্রবন্ধ
দু’টো মানুষ একসাথে পাশাপাশি থাকলে তাদের অনুভ‚তি, ভাবনার মায়াজালে জড়িয়ে মনের অঙ্কুরোদগমে জন্ম নেয় সম্পর্কের গল্প। যখন বিপরীত মানুষটি বুঝে যায় তাকে খুব ভালোবাসে, তখনি সে বদলে যেতে থাকে। হোঁচট খায় মন। সম্পর্ক হওয়া উচিত গাছের শিকড়ের মত, ফুলের মত নয়। সুবাস ছড়িয়ে এক সময় ঝরে পড়ে ফুল কিন্তু শিকড় থেকে যায়। সততা, বিশ্বাস, সম্মান, আনুগত্য, যোগাযোগ সাপেক্ষে এগিয়ে যায় সম্পর্ক নামের রথ। রক্ত সম্পর্কগুলোও এক সময় সরে যায় স্বার্থের রশিতে ঝুলিয়ে দিয়ে। চির আপন মানুষগুলো হয়ে যায় অচেনা। আত্মোপলব্ধির অভাবে অন্যকে ঠকাতে গিয়ে নিজেরাই ছিটকে পড়ে আঁধার চোরাগলিতে। কেউ আর উঠতে পারে না। অনেক কষ্ট পাওয়ার পরও মানুষ সম্পর্কে জড়ায়। সম্পর্কের জাবর কাটায় ভুলে যায় নিজের অস্তিত্ব, মূল্যায়ন, ভালো থাকা আর হয় না। জীবনে বেঁচে থাকতে সম্পর্কের টানাপোড়েনে সঁপে দিয়ে মানুষ শোধরাতে চায়, সমঝোতার সন্ধির পতাকা উড়িয়ে এগিয়ে যায়। সম্পর্কে রস খোঁজে অসহায় মানুষ।
লেখক আলমগীর খোরশেদ মানুষের যাপিত জীবনের সম্পর্ক নিয়ে লিখেছেন একত্রিশটি নিবন্ধ, যা সাদা কাগজে কালো অক্ষরের ছোঁয়ায় স্থান পেলো- ‘সম্পর্কের রসায়ন’।
Report incorrect information