* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
দুর্ধর্ষ দাগী অপরাধী আজিম পুলিশ হেফাজত হতে পালায়, নিজের জীবন প্রায় বিপন্ন করে মেধাবী পুলিশ অফিসার লেনিন আজিমকে ধরতে সক্ষম হয়। এরপর চলে যায় অনেক সময়। বহু বছর পর আপাতদৃষ্টিতে নিরীহ ও সাধারণ এক মা ও পুত্রের দুটি অপমৃত্যু মামলার তদন্তে গিয়ে লেনিন অনাকাক্ষিত গভীর সংকটে পতিত হয়। লেনিন পরামর্শের জন্য দেখা করে তার জীবনের গতিপথ পাল্টে বদলে দেয়া অবসর প্রাপ্ত বিচারক নাসিরের সাথে। কিন্তু তারা নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে ভয়ংকর, নৃশংস আর আধুনিকতম প্রযুক্তি ব্যবহারে সক্ষম এক অপরাধ গোষ্ঠীর বিরূদ্ধে। ঘটনাক্রমে তাদের ত্রাতা হিসেবে আবির্র্ভূত হয় এক সময়ের দাবী অপরাধী আজিম। ইতোমধ্যে বদলে যাওয়া মানুষ আজিম, পুলিম অফিসার লেনিন এবং বিচারক নাসির তিনজন মিলে কি পারবে মৃত্যুগুলোর রহস্য উন্মোচন করতে আর ভয়ংকর ঐ সংগঠনের বিরূদ্ধে সফল হতে?
Report incorrect information