Category:রোমান্টিক কবিতা
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
যদিও সে
যদিও সে বলে না কিছু তবুও ঝরে গোলাপ
সমস্ত শরীরে, আত্মপ্রেম, নীলিমা আঁখি
ভরে ওঠে সমুদ্র-সুন্দর ঘ্রাণে...কাব্যের তোরণ
সে কি অনন্ত কোনো দ্বীপের অক্ষত রাখী?
প্রতিদিন সে খুব ভোরে জেগে ওঠে পাখির ডানার গহনে
শুধু একাকী বাগানে ফুল দ্যাখে ফুল গাঁথে
কী জ্বালা বুকে? জ্বলে সে যে কীসের দহনে?
পাথরের দেহেও আছে ক্ষয় ঠাণ্ডা হয় শীতে।
ওগো, নরম পৃথিবী চাই না যত পাই সুখ
সুখের ঘরবাড়ি। কখনো চাইনি এ রকম
যেরকম ছিলে তুমি যেরকম আছে ওই চোখ
যদিও বলো না কিছু, তবু টের পাই হৃদয়ের জখম।
মধু বয়স? আহা পৃথিবীটা এ-বয়সে জানালায় দাঁড়ায়
অবুঝ হৃদয়? নদীর মতো কোথায় যেন হারায়!
Report incorrect information