‘দীপায়ন’ মাহবুব সিদ্দিকীর বাসনাপুস্তক। দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন কবীর, লালন, বুল্লে শাহ’র মতো উপমহাদেশের প্রখ্যাত সব কবিদের নিয়ে। তাঁদের লেখার ধরন ও আঙ্গিকের সঙ্গে একাত্মতা বোধ করেন তিনি। সেই একাত্মতা বোধের জায়গা থেকেই এবার তিনি নিজের রচনা দিয়ে সাজিয়েছেন এই পুস্তিকা। মাহবুব সিদ্দিকী ঘোষণা করছেন ‘রুবাইয়াৎ-ই-মাহবুব সিদ্দিকী’। রুবাইয়ার জন্য বিখ্যাত রুমি, খৈয়াম, হাফিজদের স্মরণ করে এবং বাংলাসাহিত্যে রুবাইয়া চর্চার ধারাবাহিকতাকে স্মরণ করে এই নির্দিষ্ট আঙ্গিকে মাহবুব সিদ্দিকী এই বইয়ে হাজির করেছেন নিজের উপলব্ধি, অনুভব, দার্শনিকতা।
Report incorrect information