আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
রাত এগারোটা, চারদিকে জোৎস্যার সোপান। মেঘেরা মাঝে মাঝে চাঁদের আলোর সাথে লুকোচুরি খেলা করছে। প্রকৃতির এই স্নিগ্ধ শোভা সবার চোখ থেকে দেহ স্পর্শ করে যাচ্ছে। চাঁদের যেমন কলঙ্ক থাকে, ঠিক তেমনি এই স্নিগ্ধ প্রকৃতির কলঙ্ক ওরা, যারা অশান্ত করে তোলে পার্বত্য অঞ্চলের জনজীবন। প্রকৃতির এই কলঙ্ক দূর করতে, কিছু নির্ভীক যোদ্ধা জীবন বাজি রেখে এগিয়ে যান, সম্মুক্ষে। নিশ্চিত মৃত্যু জেনে'ও দেশের জন্য জীবন বাজি রাখতে পিছপা হননা, মেজর তানভীর, সোহেল রানার মতো হাজার'ও সৈনিক, সেনা জোয়ান।
নিরব পায়ে খুবই সতর্কতার সহিত মেজর সোহেল রানা পঞ্চাশ জন নির্ভীক চৌকোস সেনা জোয়ান নিয়ে উঠে গেলেন পেদা'টিং'টিং পাহাড়ের পনেরো শত ফিট উঁচুতে। আড়াই ঘন্টার এই অভিযান ওদের একটু'ও ক্লান্ত করেনি। কেবল শুধু লক্ষ্য স্থির ছিলো যে, প্রকৃতিকে কলঙ্কমুক্ত করতে এই অপরাধীদের ধরতেই হবে। পাহাড়ে উপরে উঠে ওরা যা দেখতে পেলো, তার জন্য ওরা মোটে'ও প্রস্তুত ছিলেন না। কত দারুন ভাবেই না, এই অপরাধীদের জীবন অতিবাহিত হচ্ছে। চাঁদা আর মানুষ জিম্মি করে মুক্তিপণের টাকা দিয়ে এই গহীন অরণ্যে রাজার হালে, ওদের জীবন কাটছে। এক দুজন লোক নয় গুনে গুনে আশিজন সস্বস্র সন্ত্রাসী আটক করলেন, মেজর সোহেল রানার চৌকোস সেনাদল। কোন গোলাগুলি, হতাহত ছাড়াই। কারণ, সন্ত্রাসীরা বুঝে ওঠার আগেই সবাই আটক হয়ে গিয়েছে। ওদের সাথে আছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, গোলা বারুদ......
Report incorrect information