Category:বাংলা কবিতা
কবি মোস. সুমাইয়া খুবই মিষ্টি ও ঠান্ডা মেজাজের মেয়ে। খুবই অল্প বয়স থেকেই সে সাহিত্যচর্চা করছে। যেখানে পড়ালেখা না করে বখে যাওয়াদের দল ভারী হচ্ছে দিন দিন। সেখানে সে পড়ালেখার পাশাপাশি বাংলা কবিতা চর্চা অব্যাহত রেখেছে নিরলসভাবে। বয়সের তুলনায় তার লেখার গভীরতা, বুদ্ধিদীপ্ত জ্ঞান ও নিগূঢ় চিন্তা তাকে অচিরেই দেশের স্বনামধন্য কবিদের কাতারে দেখা যাবে বলে আমি বিশ্বাস করি।
কবিতায় জীবনবোধ, প্রেম, বিরহ, দ্রোহ, বঞ্চিত মানুষের হাহাকার, প্রতিবাদের ভাষা সবই যেন মূর্ত হয়ে ধরা দেয় তার কবিতায়।
পরিশেষে তৃতীয় প্রহর-এর সবগুলো কবিতা সকল পাঠকদের মনে দোলা দিতে সক্ষম হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। সকল পাঠক ও কবির জন্য শুভকামনা রইল।
Report incorrect information