Category:ইসলামি বই: আত্ম-উন্নয়ন
স্মার্ট ফোনের অপব্যবহারের কারণে আমাদের ভবিষ্যত প্রজন্ম-তালেবে ইলম-কিশোর-কিশোরী, যুবক-যুবতিদের নৈতিক অবক্ষয়- অধ:পতন দেখে জাতির কর্ণধার সচেতন মাশায়েখে কেরাম গভীরভাবে উদ্বিগ্ন। বহু বুযুর্গ ব্যক্তিদের চোখের পানি ফেলতে দেখেছি। মোবাইলের গজব থেকে জাতিকে নাজাত দেয়ার জন্য আল্লাহর কাছে সকরুন দুআ করতে দেখেছি। মুরুব্বীদের হৃদয়ের রক্তক্ষরন কিছুটা হলেও আমাকে তাড়িত করেছে। সেই থেকেই অনুভব করছি-যদি কিছু করতে পারতাম। সুদীর্ঘ দুই দশক ধরে দেশের শীর্ষ একটি মাদরাসায় একামার দায়িত্বে থাকার কারণে নিজের তিক্ত অভিজ্ঞতাও কম নয়। কত হাজারো-লাখো তালেবে ইলম মোবাইল জনিত কারণে ইলমেদ্বীন থেকে হেরার জ্যোতি থেকে বঞ্চিত হয়েছে- রহমানুর রাহিমের পথ ছেড়ে শয়তানুর রাজিমের পথ ধরেছে- তার হিসাব কারো জানা নেই। হওয়ার কথা ছিল মাহদীর সৈনিক মোবাইলের কারণে পথ ভুলে হয়ে গেছে তাগুতের সিপাহসালার। যে পবিত্র হাতে থাকার কথা ছিল গাযওয়াতুল হিন্দের ঝান্ডা।
Report incorrect information