Get eBook Version
TK. 90মানুষ কল্পনা করতে পছন্দ করে, নানান রকম ইচ্ছে প্রকাশ করে। কারো ইচ্ছে হয়— দূরের আকাশে উড়ে বেড়াতে, মেঘের সাথে ঘর বাঁধতে; কারো ইচ্ছে হয়— পাখির মতো মুক্তো ডানায় উড়ে উড়ে পৃথিবীটাকে দেখতে। মানুষের তো আর পাখির মতো ডানা নেই; তবে আমরা যে ইচ্ছে প্রকাশ করি, তার যদি ডানা থাকতো, তবে কেমন হতো? ইচ্ছের সাথে ডানা লাগিয়ে ‘ইচ্ছেডানা’ হয়ে যেখানে মন চায়, সেখানে যেতাম; যা মন চায়, তাই করতাম।
জানি, ‘ইচ্ছেডানা’ পাওয়ার কোনো মন্ত্র আমাদের জানা নেই, আর সে ইচ্ছেটাও পূরণ হবার নয়। তবে ছড়া-কবিতায় ইচ্ছেপূরণের নানান গল্প আমরা পড়ে একটু তো প্রশান্তি পেতে পারি। আর সেই আয়োজনটাই করেছেন কবি লতা চৌধুরী। তিনি কবিতায় তুলে ধরেছেন ‘ইচ্ছেডানা’র গল্প। তাঁর লেখা অনবদ্য কবিতাগুলো দিয়ে সাজানো গ্রন্থের নামকরণ করেছেন ‘ইচ্ছেডানা’। চমৎকার নামকরণের পাশাপাশি বইয়ে রাখা কবিতায় তুলে ধরেছেন মনের কথা, মানুষের কথা, আরও নানান কথা যা পাঠে যেকেউ মুগ্ধ হবে। আশা করি, লেখকের ‘ইচ্ছেডানা’ পাঠকপ্রিয় হবে।
Report incorrect information