Category:বিজ্ঞানী
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
পোল্যান্ডে জন্মগ্রহণকারী ভুবনবিখ্যাত বিজ্ঞানী মেরি কুরির জীবন ছিল বন্ধুরতায় ভরা। তবু তিনি হয়ে উঠেছিলেন পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন। আধুনিক বিজ্ঞানের আইকন। প্রথম জীবনের গ্লানিকর অভিজ্ঞতা, পুরুষতন্ত্র, অকাল বৈধব্য এবং শত্রুদের প্রবল আক্রমণ -কোনো কিছুই তাঁকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। তিনি ও তাঁর স্বামী পিয়েরে কুরি মিলে পোলোনিয়াম ও রেডিয়াম নামে দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছিলেন।
মহিলাদের মধ্যে মেরি কুরিই প্রথম নোবেল পুরস্কার পান। দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পাওয়ার গৌরব তিনিই প্রথম অর্জন করেন। একই পরিবারের পাঁচ জন মানুষের নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ডও মেরি কুরি পরিবারের। ছেষট্টি বছরের জীবনে চল্লিশ বছর তিনি শিক্ষকতা করেছেন। শিক্ষাদান পদ্ধতির বৈপ্লবিক সংস্কার নিয়েও তিনি ভেবেছেন। পোল্যান্ডের পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখতেন তিনি। দেশপ্রেম আর মানবিকতার তিনি ছিলেন অনন্য প্রতিমূর্তি। ফ্রান্সের একশ্রেণির বুদ্ধিজীবী ও বিজ্ঞানীদের করা নিদারুণ অপমানে মেরি কুরি ক্ষত-বিক্ষত হয়েছেন। তাঁর হৃদয়ে রক্ত ঝরেছে। তবু তিনি ফ্রান্সকে জন্মভ‚মির মতোই ভালোবেসে গেছেন। নিজেদের আবিষ্কারের স্বত্ব ত্যাগ করে তাকে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছেন।
Report incorrect information