Category:বইমেলা ২০২৫
সবাই পৃথিবীতে থেকে যাওয়ার জন্য আসে না। কেউ কেউ অকারণে এসেও থেকে যায়। আবার কাউকে হাজার চেষ্টা করেও বেঁধে রাখা যায় না। যে মানুষ কারণ ছাড়া থেকে যায়। তারা এক বিশেষ শ্রেণীর।
তার স্পর্শে পৃথিবীর সমস্ত শোক সুখ হয়ে যায়। ফুলেরা গন্ধ ছড়ায়। পাখি গায় গান। মেঘেরা অভিমান ভেঙে ঝরে পড়ে। গাছের পাতারা তখন কেঁপে কেঁপে ওঠে বৃষ্টির ছন্দে। তারা আছে বলেই ধ্বংসমুখী পৃথিবী বেঁচে থাকতে চায় এবং বেঁচে থাকে। কারণ তারা মন খুলে ভালোবাসতে পারে।
যারা মন খুলে ভালোবাসতে পারে
তারা পৃথিবীর সুন্দরতম মানুষ।
- জয় বিশ্বাস
Report incorrect information