Category:বাংলা কবিতা
শব্দের নান্দনিক আঙিনায় কবির ভাব সমৃদ্ধ শব্দ প্রয়োগের সারস বিন্যাস হলো কবিতা। সঠিক ভাবার্থে বাক্যবিন্যাসের মাধ্যমে ঘটনা বা প্রেক্ষাপটকে রূপকধর্মী শিল্পরুচির ছোঁয়ায় পাঠকের মনোরঞ্জন করতে পারাই কবিতার বুনন।
কবিতা এক অন্তহীন অন্বেষণ। কবির চেতনা প্রবাহে থাকে কবির মানস, কাল এবং বাস্তবতা। থাকে জন্ম-মৃত্যু, সৃষ্টি আর স্রষ্টা-ধারণা সম্পৃক্ত বিস্ময়। কবির মূল উপলক্ষ ভাষা মানে কবিতার ভাষা। আর সময় হচ্ছে কবির শ্রেষ্ঠ অনুষঙ্গ। সময় থেকেই একজন কবিকে জীবনাভিজ্ঞতা নিতে হয়।
Report incorrect information