কবি, সাহিত্যিক, শিল্পী তথা বাঙালী সংস্কৃতির বিকাশ ও সাহিত্য- চর্চার এক অনন্য মেলবন্ধন “বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ” প্লাটফর্মটি। কতিপয় মহৎ প্রাণ ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টা ও প্রেমময় উদ্দীপনায় এই প্লাটফর্মটি হাঁটি হাঁটি পা পা করে একাধিক কাব্যগ্রন্থ প্রকাশ করলো। প্রতিষ্ঠালগ্ন থেকে যারা মেধা মনন ও দিকনির্দেশনা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল অবদান রেখে আসছেন, প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা হিসেবে এবং পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ এই সংকলনটিও সকল কবি এবং লেখকদের সমুদ্দীপ্ত করবে এ আমার দৃঢ় বিশ্বাস।
প্লাটফর্মটি দীর্ঘ পরিক্রমায় অনেক চড়াই-উৎরাই অতিক্রম করে আজ স্বপ্নময় সুন্দরের স্পর্শ পেয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় “বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ” প্লাটফর্মটির মান ব্যাপকভাবে প্রসারিত হয়েছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ। ইতোমধ্যে আমাদের কিছু প্রত্যাশা পূরণ হয়েছে এবং অল্প সময়ের মধ্যে আরো অনেক আশা আমাদের পূরণ হবে বলে আমি আশাবাদী। এই প্লাটফর্মটি একটি সর্বোচ্চ অনলাইন প্লাটফর্ম হিসাবে গড়ে তোলার স্বপ্ন লালন- পালন করি আমরা। সবার প্রতি কৃতজ্ঞ, যারা কার্যকরী পরিষদে আমাদের সহযোদ্ধা হিসাবে আছেন। লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীরা প্লাটফর্মটিকে ভালোবেসে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনাদের প্রতিদিনের সুন্দর ও গঠনমূলক কার্যক্রমের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। সকলের মঙ্গল এবং সু-স্বাস্থ্য কামনা করি। আশা করি আগামীতে এভাবেই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।
“কবি সাহিত্যিক শিল্পীরাই তো সৃষ্টি করেন নতুন পৃথিবী!”