বহুদিন ধরে কাব্য চর্চা করে একটি বই লেখার ইচ্ছা প্রকাশিত হয় মনে। তাই নিজেকে উজাড় করে দিয়ে কাব্য রচনায় আগ্রহ প্রকাশ করি। প্রতিটি মানুষই স্বাধীনতা প্রিয়। স্বাধীনতা মানে মুক্তি, স্বাধীনতা মানে শক্তি। আমরা প্রতিটি ক্ষেত্রেই শৃঙ্খলিত। সে শৃঙ্খলকে মুক্ত করে কল্যাণের পথে এগিয়ে চলতে হয়। সেই এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন বাঁধা বিপত্তি আসে। সেই বাঁধাকে অতিক্রম করে সফলতার পথে এগিয়ে যেতে হয়। আমরা একে অপরকে ভালোবাসব, একে অপরের বিপদে এগিয়ে আসব। যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী সাহায্য করব।
জীবন বড়ই বিচিত্র। এই বিচিত্র জীবনে নিজের মধ্যে আবার আত্মশৃঙ্খলার প্রয়োজন। যে শৃঙ্খলা ভালো পথে চলতে সাহায্য করবে। উৎসাহিত করবে আপনাকে ও অনুরণিত করবে- প্রাণ। সেটিই যেন অপরের কল্যাণার্থে ও আপনার শান্তি প্রতিষ্ঠায় কাজ করে উদ্দীপনা হয়ে। এটিই যেন আমার হৃদয়ের স্পন্দন। মানুষ মাত্রই ভুল করে। কেউই ভুলের উর্ধ্বে নয়। যদি এই বই সম্পাদনা করতে কোন প্রকার ভুল হয়ে থাকে তাহলে ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী।
ধন্যবাদ জানাই এই বই এর প্রকাশক জনাব নাছিম প্রামাণিক ভাই ও ইচ্ছাশক্তি প্রকাশনী এবং ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের প্রতি। পরম করুনাময়ের কাছে সকলের প্রতি কল্যাণ কামনা করছি। আমি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বইটি প্রকাশ করেছি। ইহা যদি কেউ পড়ে পুলকিত হয় তবেই আমার এই লেখার সার্থকতা।