Category:#7 Best Seller inফটোগ্রাফি বিষয়ক প্রবন্ধ ও সমালোচনা
এক সময় “সামাজিক বাস্তবতা” আলোকচিত্র বলতে পৃথিবী বুঝত—সাদা আলোকচিত্রী বিমানে করে আমাদের দেশে এসে হোটেল শেরাটনে উঠবে; ঝটিকা সফর শেষে বস্তি, নদী, উদ্বাস্তু, বা কারখানার ছবি তুলে নিজ দেশে ফিরে যাবে; তার এক সপ্তাহ পর বিদেশি পত্রিকা সেই ছবি ছাপাবে; এবং ‘দেশের ইমেজটা নষ্ট’ আর্তনাদ উঠবে। কিন্তু ২০২৪ সালে দাঁড়িয়ে আমরা আলোকচিত্র অধিকার যুদ্ধে জয়লাভ করেছি। বর্তমানে দুই বাংলার সামাজিক বাস্তবতা স্থানীয় আলোকচিত্রীরাই তোলে, নিজস্ব ভাষা এবং পদ্ধতি অনুসরণ করে। এই শক্তিশালী নতুন পরিস্থিতি তৈরি করার জন্য সংস্থা (ট্রপিকাল, বেগার্ট, বিপিএস, দৃক, ম্যাপ, কাউন্টার ফটো, চিত্রবাণী), ধারা (উন্নয়ন বাহাস, আন্তর্জাতিক যোগাযোগ, প্রশিক্ষণের সুযোগ, প্রযুক্তি উন্নয়ন), এবং ব্যক্তি (গোলাম কাসেম ড্যাডি, সাইদা খানম, মঞ্জুর আলম বেগ, শহিদুল আলম, সেলিম পাল) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই বাংলার আলোকচিত্রের বহু মিশ্রিত এবং দ্বান্দ্বিক ধারাকে এক বইয়ের (বা এক লেখকের) মাধ্যমে পূর্ণাঙ্গ বয়ান করা সম্ভব নয়। তবে আশা করা যায় যে, এই বইয়ের পাঠকদের মধ্য থেকেই আলোকচিত্র গবেষণার পরের প্রজন্ম উঠে আসবে।
Report incorrect information