Category:বয়স যখন ১২-১৭: রহস্য, গোয়েন্দা, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
স্কুল থেকে বাসায় ফিরল ছেলেটা। হাতে পলিথিনের ব্যাগ। ওই ব্যাগের ভেতর একটা ভূতের বাচ্চা। ভূতের বাচ্চাটির নাম মেসি। তারপর সবকিছু পাল্টে যায় বাসার, স্কুলের, চারপাশের; পাল্টে যায় ছেলেটিও। কিন্তু এভাবে পাল্টে যাবে সবকিছু, কেউ কল্পনাও
করেনি কখনো! সবশেষে অদ্ভুত কিছু কাণ্ড করে বসে মেসি।
Report incorrect information