Category:বয়স যখন ১২-১৭: রহস্য, গোয়েন্দা, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
শহরের নির্জন প্রান্তে ব্রিটিশ আমলের বিশাল এক বাড়ি। অদ্ভুত সব রহস্যময় ঘটনা ঘটছে বাড়িটিতে। কোথা থেকে যেন বাজনার শব্দ ভেসে আসে মাঝেমধ্যে, দেয়ালে ফুটে ওঠে বিচিত্র ছায়া, নানা রকম আওয়াজে চোখ বোজাই দায় হয়ে পড়েছে রাতের বেলা।
ব্যাখ্যাতীত রহস্যের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে আদনান আর টুম্পা। ওরা কি পারবে এ রহস্যজাল ছিন্ন করতে?
Report incorrect information