এক যে ছিলো যাদুর বুড়ি
গভীর বনে বাস
বিক্রি করেন শাকসবজি
ঝাঁড়ের চিকন বাঁশ।
দুষ্ট ছেলে মেষ পালক এক
বুড়িকে জ্বালায় রোজ
নষ্ট করে ক্ষেতের ফসল
খায় সে বুড়ির ভোজ।
একদিন বুড়ি ভীষণ রাগে
দিলেন কঠিন শাপ
মেষ পালক তুই মেষ হয়ে যা
চিনবে না তোর বাপ।
দুষ্ট ছেলে মেষ হওয়ার পর
ধরেন বুড়ির পা
শাপমুক্তি দাও মা আমায়
ছাড়বো নিজের গাঁ।
একটু মায়ায় বললো বুড়ি
ভালো হয়ে যা নয়ন
পরের তরে বিলিয়ে দিবি
জীবন যখন তখন।
পরের তরে যদি পারিস
বিলিয়ে দিতে প্রাণ
শাপমুক্তি ঘটবে যে তোর
পাবি ফিরে জান।
শাপমুক্তি পাওয়ার তরে
চলে অচিন পথে
শেয়াল কুকুর বন্ধু হলো
মেষ পালকের সাথে।
অবশেষে মেষ পালকে
গেলো নতুন দেশ
হেথায় আছে রাজকন্যা
কর্মগুনে বেশ।
রাজকন্যা অপরাজিতা
বিদ্যাবুদ্ধির রানী
সকল বিপদ কাটিয়ে শেষে
সফল হবে জানি।
আরও আছে অনেক কিছু
জানতে কি চাও তুমি?
জানতে হলে বইটি পড়ো
ভালো লাগবে জানি।
(সুস্মিতা মিলি)
Report incorrect information