Category:অতিপ্রাকৃত ও ভৌতিক
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
আত্মা কি কামনাবিহীন? নশ্বর নরদেহ থেকে মুক্তি লাভ করলেই কি মুছে যায় তাঁর কামনা-বাসনা-ভালোবাসা-যন্ত্রণা? রিপুর প্রভাব? নাকি আত্মার মতো রিপুরও মৃত্যু নেই? তাই তারা শরীরী মানুষের কাছে আবারও ফিরে ফিরে আসে অশরীরী শরীর নিয়ে অথবা অন্য কোনো রূপে, তাঁদের আকাঙ্ক্ষা পূরণের জন্য? কখনও ভালোবাসার আকাঙ্ক্ষায় আবার কখনও তীব্র প্রতিহিংসা পূরণের জন্য।
Report incorrect information