Category:নারী সম্পর্কীয়
নারীর অধিকার নিয়ে উদগ্র এক উত্তেজনায় টগবগ করে ফুটছে আজ প্রাচ্য জগত। তোলপাড় চলছে পুরুষের সাথে তার নিখাদ সমতার দাবীতে। নারীর অধিকারের অতি হুজুগে প্রবক্তাদের মধ্যে আছে এমন এক শ্রেণীর পুরুষ ও নারী যারা বিকারগ্রস্ত বাতুলের মতো কথার তুবড়ি ফোটাচ্ছে ইসলামের নামে। জীবনের সর্বক্ষেত্রে ইসলাম নারী এবং পুরুষের মধ্যে বজায় রেখেছে পরিপূর্ণ সমতা, এমন বল্লাহীন ফতোয়াও দিচ্ছে এদের কেউ কেউ দুষ্টবুদ্ধি তাড়িত হয়ে।
আর একদল আছে ইসলাম সম্পর্কে যাদের বক্তব্য চরম মুর্খতার নামান্তর। কিংবা কোনো কিছু না জেনেই তারা উদগার করছে বাষ্প। এদের জ্ঞানের বহর দেখে করুণার উদ্রেক হয়। এ বাচালের দল বলছে, ইসলাম নারীর শত্রু। বুদ্ধির ক্ষীণতার অজুহাত দেখিয়ে ইসলাম নাকি খাটো করেছে নারীর মর্যাদা। তাকে নামিয়ে এনেছে অধস্তন প্রাণীর সমপর্যায়ে।
Report incorrect information