Category:সমকালীন গল্প
গ্রন্থপরিচিতি
তোমার জন্য ভালোবাসা
লেখালেখির একটা পর্যায়ে এসে, মাঝে মাঝে খুব খারাপ লাগতো। মনে হতো, তীব্র ব্যস্ততার এই যুগে মানুষের হাতে অবসর সময়টুকুই যেন সোনার হরিণ। যেটুকু অবসর পাওয়া যায়, সেটুকুও গিলে ফেলছে মোবাইল-ইন্টারনেট। মানুষের আর কি দোষ! বিশ্বকে হাতের মুঠোয় পেলে, কেই বা অগ্রাহ্য করতে পারে?
ঠিক সেই অস্থির সময়ে মানুষের পাঠাভ্যাস ফিরিয়ে আনার একটা লক্ষ্য নিয়ে ‘গল্পের বাক্স’ গ্রুপের জন্ম। শুরুতে ১০০ শব্দের অণূ গল্প নিয়ে কাজ করলেও, ধীরে ধীরে এর ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে। ছোট গল্পগুলো যে কেউ চাইলেই তার স্বল্প অবসরে পড়তে পারছেন। আবার লেখকরাও অল্প সময়েই নিজের চিন্তাগুলোকে রূপ দিতে পারছেন গল্পে। অল্প সময়েই তৈরী হচ্ছে লেখক আর পাঠকের মেলবন্ধন। ফিরে আসছে বাংলা গল্পের প্রতি আগ্রহ, পাঠাভ্যাস।
বেশ কিছু ভিন্নধর্মী ভালোবাসার গল্পে সাজানো হয়েছে এবারের সংকলন। এটি গল্পের বাক্সের পঞ্চম সংকলন। এখানে লিখেছেন সমকালীন বাংলা সাহিত্যের একঝাঁক জনপ্রিয় লেখক। আমার আগের সম্পাদিত বইগুলোর মতো, প্রতিষ্ঠিত লেখক লেখিকাদের পাশাপাশি এখানেও তুলে আনার চেষ্টা করেছি নিভৃতচারী কিছু তরুণ লেখককে। যাদের মধ্যে আছে আগামীতে বাংলা সাহিত্যকে আলোকিত করার মতো সুপ্ত প্রতিভা। আশাকরি তারা যেমন নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের শাণিত করবেন, তেমনি পাঠক হিসাবে আমরাও তাদের পাশে থেকে উৎসাহ দিয়ে যাবো। এটুকু দাবী নিশ্চয়ই পাঠকদের কাছে করা যায়!
পরিশেষে, ‘গল্পের বাক্স’র সকল পাঠক, লেখক ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
গৌরবের এ যাত্রা শুভ হোক।
তৌফিক মিথুন
বাংলা ভাষার পাঠকপ্রিয় তরুণ কথাসাহিত্যিক। পুরো নাম মো. তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। পিতা নওশাদুল লতিফ এবং মাতা ফিরোজা আক্তারের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।
১৯৮৬ সালের ২৫ জুলাই জন্ম নেয়া এই কথাসাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে। লেখালেখির শুরু ছোট বেলা থেকে হলেও প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে। প্রেত এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস।
উল্লেখযোগ্য কাজ : বাংলা ভাষার প্রথম শত শব্দের শত গল্প নিয়ে একক গল্প গ্রন্থ : একাই একশ। এছাড়া প্রকাশ হয়েছে তার গল্পগ্রন্থ প্রেত (২০১৯), ভুতুড়ে (২০২৪) ও কুটুমখেকো (২০২৫); সম্পাদিত গল্পগ্রন্থ রহস্য সব এখানেই (২০২৪) ও তোমার জন্য ভালোবাসা (২০২৫) এবং উপন্যাস মায়া (২০২৩)।
Report incorrect information