Category:রোমান্টিক উপন্যাস
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
রাত যেমন চাঁদের সৌন্দর্য বাড়িয়ে দেয়, ঠিক তেমনি ঘুম মানুষকে নিষ্পাপের ছোঁয়া লাগিয়ে স্নিগ্ধতা বাড়িয়ে দেয়। ঘুমন্ত প্রান্তিককে দেখে অর্ষার মন চায়লো না, নিষ্পাপ মুখমন্ডলের মানুষটাকে ঘুম থেকে জাগাতে। অর্ষার মুখ থেকে আকস্মিক বেরিয়ে এলো,
“পুরুষ মানুষের এত সুন্দর হতে হবে কেন?”
“আমি জানি আমি অনেক সুন্দর, তাই বলে এইভাবে বড় বড় চোখ দিয়ে দেখে দেখে আমায় নজর লাগাবি?”
আচমকা প্রান্তিকের কন্ঠে উপরোক্ত কথাগুলো শুনে থমকে যায় অর্ষা। প্রান্তিক অনেক্ষণ আগে থেকেই জেগে ছিল। অর্ষাকে আসতে দেখে ঘুমের ভান ধরে শুয়ে ছিল সে। অর্ষা আমতা আমতা করে বলল,
“আপনি অতোটাও সুন্দর নয় প্রান্তিক ভাই, যে আমার এত সুন্দর চোখের চাহনিতে আপনার নজর লেগে যাবে।”
“তোর চোখ সুন্দর, তুই তা স্বীকার করিস?”
“অফকোর্স, এনি ডাউট?”
“তোর চোখ সুন্দর হলে, অবশ্যই তোর দেখা সব কিছুই সুন্দর?”
অর্ষা অন্যদিকে তাকিয়ে বলল,
“হ্যাঁ।”
পরে কিছু একটা মনে আসতেই সঙ্গে সঙ্গে বলল,
“না না, সব কিছু…”
অর্ষাকে অর্ধেক কথায় থামিয়ে দিয়ে প্রান্তিক বলল,
“সুন্দর চোখে, সুন্দর আমাকে দেখেছিস তুই। গট ইট? নাউ ইউ ক্যান গো।”
Report incorrect information