Category:সাহিত্য ও সাহিত্যিক বিষয়ক প্রবন্ধ
ছড়াসাহিত্য এ কথা প্রথম ‘খুকুমণির ছড়া’ সংকলনের ভূমিকায় লেখা হয়। ছড়া মান পায় সাহিত্য হিসাবে। যোগীন্দ্রনাথ সরকার আজ থেকে ১২৫ বছর আগে শিশুদের জন্য এ সংকলন করেছিলেন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তার ভূমিকায় ছড়াকে সাহিত্যের মান দিয়েছিলেন। সাহিত্য মানে ছড়া তার নিজের আসন চিহ্নিত করে। সেই সংকলনের বহু ছড়া সাধারণ মানুষের মুখে মুখে আজও খৈয়ের মতো ফুটতে থাকে।
Report incorrect information