আজকাল বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে তথাকথিত উন্নতির চর্চা খুব বেশি হচ্ছে। প্রায় সকল মানুষই উন্নতিপ্রয়াসী এবং এজন্য সাধ্যমত সচেষ্ট। বিগত দু'তিন শতাব্দীতে পার্থিব উপায় উপকরণের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। বৈজ্ঞানিক আবিস্কার মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। মানুষ আজ বাতাসে উড়ে বেড়াচ্ছে, চাঁদে পৌঁছে গেছে, অন্যান্য গ্রহ-নক্ষত্র জয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নতুন নতুন আবিস্কার সামনে আসছে, সে সব জিনিষ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। নির্মাণ-কৌশলের চরম উৎকর্ষ সাধিত হয়েছে; মানুষ একে কাজে লাগিয়ে নতুন নতুন ডিজাইনের আকাশচুম্বি অট্টালিকা