Category:আত্ম-চরিত
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
১৯৩৫ সালে কপর্দকশূন্য অবস্থায় আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন সিঙ্গার। সেই অভিজ্ঞতার কাহিনি আমি কেমন করে আমেরিকায় হারিয়ে গিয়েছিলাম- যেটি লস্ট ইন আমেরিকা নামে ১৯৮১ সালে ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। এটি কেবল একটি ভৌগোলিক স্থান পরিবর্তনের যাত্রা ছিল না; তরুণ লেখক যেন অন্ধকার যুগ ছেড়ে বিশ শতকের আলোকিত জগতে প্রবেশ করেছিলেন।
ওই যাত্রা সুখকর ছিল না। ফলে তাঁর এই স্মৃতিকথাও সুখকর ঘটনার বিবরণ হয়ে ওঠেনি। তিক্ত সব অভিজ্ঞতার ভেতর দিয়ে সিঙ্গার নিউ ইয়র্ক মহানগরীতে গিয়ে পৌঁছেছিলেন, তারপর চিরকালের জন্য থিতু হন মার্কিন মুলুকে- আর কোনোদিন জন্মভূমি পোল্যান্ডে ফিরে যাননি।
Report incorrect information