Category:সাক্ষাৎকার
শহীদ কাদরীর সাহিত্যভাবনা ও জীবনকথার নির্যাস নিবিড় আকারে মেলে নানাজনকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে। নির্বাচিত সাক্ষাৎকারের এই সংকলন তাঁকে আরও বিশদে জানার সুযোগ তৈরি করবে। এখানে অন্তর্ভুক্ত সবচেয়ে পুরনো সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। আর সাম্প্রতিকতম সাক্ষাৎকারটি ২০১৪ সালের। মোটমাট দীর্ঘ ৪০ বছরের কথা-পরিক্রমা। সাক্ষাৎকারীদের মধ্যে যেমন আছেন স্বয়ং কাদরীর সমসাময়িক লেখকেরা, তেমনি আছেন তরুণতর প্রজন্মের একাধিক প্রতিনিধি। ফলত, কালানুক্রমিকভাবে বিন্যস্ত এই বইয়ে শহীদ কাদরীর চিন্তার বিবর্তনের খতিয়ানও লিপিবদ্ধ হয়ে রইল।
Report incorrect information