Category:ভ্রমণ বিষয়ক স্মৃতি
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
ইবনে বতুতা বিশ্ব মুসলিম জাতির সোনালি যুগের এক সোনার মানুষ ছিলেন। তার ‘সফরনামা’ পড়তে পড়তে অভিভূত হতে হয় এই ভেবে যে, আল্লাহ তার এ বান্দাকে কত-ই-না ভালোবাসতেন। তা না হলে সমুদ্রের বুকে শত ঝড়ঝঞ্ঝার মধ্যেও সিন্দবাদ নাবিকের মতো; বরং বলা উচিত এক ঔপন্যাসিকের মহা-উপন্যাসের মহানায়কের মতো তিনি লিকলিক করে বেঁচে রইলেন। এ এক রোমান্টিক ও রোমাঞ্চ-প্রিয় মহানায়কের অমর আলেখ্য, যা তিনি নিজের জীবন ও কর্ম দিয়ে তিলতিল করে গড়ে তুলেছিলেন।
যে যুগে ছিল না কোনো অত্যাধুনিক বৈজ্ঞানিক উপকরণ, সমুদ্রে চলাচলের জন্য ছিল না বাষ্পীয় যান, স্থলপথে চলার জন্য ছিল না কোনো যন্ত্র-শকট, আর সেই যুগে এই বিচিত্র পুরুষ আবিষ্কৃত মহাদেশগুলো পইপই করে ঘুরে বেড়ালেন। আর জীবন ও অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করে তার অমর আলেখ্য রেখে গেলেন- যা বিশ্ববাসী কোনোদিন ভুলবে না।
অমর গ্রন্থ ‘ইবনে বতুতার সফরনামা’র ছত্রে ছত্রে রয়েছে বিচিত্র অভিজ্ঞতার চিরন্তন বাণীরূপ; যার প্রতিটি ছত্র পাঠ করেই পাঠক রোমাঞ্চ অনুভব করেন। এটি শুধু ভ্রমণ বৃত্তান্ত নয়; বরং ইতিহাসের বিশ্বস্ত লিপিবদ্ধ দলিলও। এ গ্রন্থ পাঠ করে রোমাঞ্চপ্রিয় সাহিত্য রসিক-পাঠক পাবেন সাহিত্য পাঠের অনাবিল আনন্দ, ভ্রমণপিপাসু পাঠক পাবেন সেই অতীতে মানস-ভ্রমণের এক বিশ্বস্ত অবলম্বন, আর ইতিহাসের পাঠক ও ঐতিহাসিক পাবেন বিশ্বস্ত ও ঐতিহাসিক দলিল।
Report incorrect information